29/03/2024 : 3:40 AM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পঞ্চায়েত সমিতির কন্যাশ্রী মুক্ত মঞ্চে পালিত হল সুভাষ উৎসব

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, খন্ডঘোষ, ২৪ জানুয়ারি ২০২২:


পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক ও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি এবং খণ্ডঘোষ ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পালিত হল সুভাষ উৎসব। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস উদযাপন এবং ১২৬ তম জন্মদিন পালন। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কন্যাশ্রী মুক্ত মঞ্চে। অনুষ্ঠানের শুরুতে সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতি হাতে একটি ৱ্যালি বের হয়। যে ৱ্যালিটি সগড়াই গ্রাম প্রদক্ষিণ করে ফিরে আসে কন্যাশ্রী মুক্ত মঞ্চের সন্নিকট। পরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে উপস্থিত সকলে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।


পরে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয় উক্ত মঞ্চে। কোভিড বিধি মেনে একে একে নেতাজির আত্মত্যাগ সম্পর্কে স্মৃতিচারণা করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন যুগ্ম আধিকারিক সন্দীপ সিংহ রায়, জেলা পরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাদক্ষ্য তপন ঘোষ, সগড়াই অঞ্চল প্রধান শুভেন্দু পাল, ব্লক যুব সহ সভাপতি রাধাকান্ত মন্ডল সহ অনেকে।

Related posts

তারামায়ের আবির্ভাব তিথি উৎসব

E Zero Point

জগদ্ধাত্রী পুজোর মেলার আড়ালে চলছে জুয়ার আসর

E Zero Point

ঈদের শুভেচ্ছা বিনিময় মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের

E Zero Point

মতামত দিন