19/04/2024 : 5:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জেলা সুভাষ উৎসব মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৪ জানুয়ারি ২০২২:


পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণের দপ্তরের উদ্যোগে ও মেমারি ১ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলা ও মেমারি ১ ব্লক সুভাষ উৎসব অনুষ্ঠিত হলো বিডিও চত্বরের সন্তোষ মঞ্চে। সুভাষ উৎসবের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা ও সভাপতিত্ব করেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ সভাধিপতি দেবু টুডু, জেলা মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কোমেন্টর ড. আবুল হাসেম মণ্ডল, মেমারী – ১ বিডিও ড. মহম্মদ ওয়ালি উল্লাহ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ অন্যান্যরা।

উপস্থিত অতিথিরা আজকের দিনে নেতাজী সুভাষচন্দ্র বসুর ভাবধারার প্রয়োজনীয়তার কথা নিয়ে বক্তব্য রাখেন। কোভিড বিধিকে মান্যতা দিয়ে এবছরের সুভাষ উৎসব সংক্ষিপ্ত আকারে করা হলেও সঙ্গীত, নৃত্য, বাউলগান, তপশীলি জাতি – উপজাতি শংসাপত্র প্রদান, কম্বল বিতরণ প্রভৃতি কর্মসূচী পালন করা হয়।

এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে  ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন মেমারি ১ ব্লকের ডিইও শুভেন্দু সাঁই। মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আবুল হালিম এবং সহ সভাপতি সেখ মোয়াজ্জেম  সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

 

Related posts

বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলেরঃ নমিনেশন করতে পারলেন না মেমারির প্রার্থী

E Zero Point

বাম বিধায়কের উপস্থিতিতে পাণ্ডুয়াতে সিপিআইএমের বিক্ষোভ কর্মসূচি

E Zero Point

শিকাগো ধর্ম মহাসভাকে স্মরণ করে দুর্গা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন