28/03/2024 : 7:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ২৯ অগাষ্ট ২০২১:


যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে, তাই মন থেকে সাধারন, অসহায় দুঃস্থ মানুষদের জন্য কিছু করতে চেয়ে সঠিক পথে এগিয়ে চলেছে এক ঝাঁক তারুণ্যে ভরপুর মেমারির দরদিয়া স্বেচ্ছাসেবী সংস্থা।

এবার এলাকার দুঃস্থ মানুষদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এগিয়ে এলো দরদিয়া স্বেচ্ছাসেবী সংস্থা।  পূর্ব বর্ধমান জেলার মেমারির একটি স্বেচ্ছাসেবী সংস্থা হল দরদিয়া যারা বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে বিগত দিনে ও সাধারণ মানুষের পাশে ছিলেন।


রবিবার মেমারির বামুনপাড়া মোড়ে মহাবীর অ্যাপার্টমেন্ট প্রাঙ্গণে দরদিয়া স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং চিকিৎসকদের পরামর্শ নেন।


এই স্বেচ্ছাসেবী সংস্থার এক উদ্যোক্তারা জানান, আমরা সারা বছরই কিছু-না-কিছু সমাজসেবামূলক কাজ করে থাকি, তেমনই এক দৃষ্টান্ত আজকের বিনামূল্যে স্বাস্থ্য শিবির।
বিগত দিনেও বেশ কয়েকটি এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির তারা করেছেন এবং আগামী দিনেও এই স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে থাকবে।

আজকের শিবিরে চক্ষু পরীক্ষা, এবং দাঁতের চিকিৎসার পাশাপাশি ইসিজি ও সুগার পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।


নিজেকে জানার সর্বশ্রেষ্ঠ পথ হলো, নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা।
আর এই কথাগুলি কে অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে চলেছে মেমারির দরদিয়া স্বেচ্ছাসেবী সংস্থার এক ঝাঁক তরুণ সদস্য সদস্যারা।

Related posts

প্রেমিককে পেতে প্রেমিকার ধর্না, ভাতারের কালুত্তক গ্রামে

E Zero Point

অতিবৃষ্টি ও নদীর বাঁধ ভাঙনে প্লাবিত দুই বর্ধমানের বিস্তীর্ণ এলাকা

E Zero Point

মানসিক অবসাদে আত্মঘাতী ভাতারের গৃহবধূ

E Zero Point

মতামত দিন