05/10/2022 : 9:52 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

চার কেজি হেরোইন সহ গ্রেফতার তিনজন

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৮ জুলাই ২০২১


জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর থেকে বৃহস্পতিবার সকালে চার কেজি হেরোইন সহ গ্রেফতার করা হল তিনজনকে। পুলিশ সুত্রে জানা গেছে, রঘুনাথগঞ্জ থানার ওমরপুর এলাকা সংলগ্ন একটি হোটেল সামনে থেকে দশ চাকা লরি আটক করে প্রথমে পুলিশ এবং সেই লরির ভেতরে চালকের আসনে তলায় চার কেজি হেরোইন উদ্ধার হয় যার আনুমানিক মুল্য ২০ কোটি টাকা।

এই ঘটনার জেরে চালক ও খালাসি কে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মনিপুর থেকে লরি টি আসছিল এবং বহরমপুরে হয়ে কলকাতা দিকে যাচ্ছিল তখন রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও কলকাতা এসটিএফ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই চার কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জঙ্গিপুর জেলা পুলিশ জানিয়েছে। ধৃতরা হলেন ফিজাম নওবি সিং (চালক), থিয়াম সুরমঙ্গল মেটেই (চালক) ও ইয়াখোম নওটোম্বো মেতেই (সহায়ক) তিনজনেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Related posts

ক্রীড়ানুষ্ঠানে বিভেদ ভূলে ঐক্যের বার্তা সিয়ামত আলীর

E Zero Point

মেমারিতে ১ টাকায় ১ পোয়া দুধ

E Zero Point

ট্রাফিক সচেতনতায় ছড়া লেখার প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন