16/04/2024 : 5:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ৫০২ জন করোনা আক্রান্ত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৫০২ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আজ ২ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৮৮০৫ জন। শুক্রবার পর্যন্ত জেলায় মোট ১৯৬ জনের মৃত্যু হয়েছে। ১৩৭৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৪৮২২ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ৮, আউসগ্রাম২ – ৩৩, বর্ধমান পৌরসভা – ১২৫, ভাতার -২৫, বর্ধমান১- ২২, বর্ধমান২- ১০, দাঁইহাট পৌরসভা- ৪, গলসী১ – ৩৪, গলসী২ -১৮, গুসকরা পৌরসভা –  ৬, জামালপুর – ১৫, কালনা পৌরসভা – ১০, কালনা১ – ১০, কালনা২ – ৫,  কাটোয়া পৌরসভা – ২৪, কাটোয়া১ – ১০, কাটোয়া২ – ১২, কেতুগ্রাম১ – ৩, কেতুগ্রাম২ – ৯, খন্ডোঘোষ – ৫, মন্তেশ্বর-৩, মেমারি পৌরসভা – ১, মেমারি১ -১৪, মেমারি২ – ২১,  মঙ্গলকোট – ৫, পূর্বস্থলী১ – ১০, পূর্বস্থলী২ – ২১, রায়না১ – ১৫, রায়না২ – ৫, অন‍্যান‍্য জেলা – ১০ জন আক্রান্ত হয়েছেন।

 

 

 

 

 

 

Related posts

যুবদের সভা কালনায়

E Zero Point

নন্দাই ব্রিজে ট্রাক ফেঁসে দুর্ভোগ

E Zero Point

পথে নেমে কালনা জুড়ে প্রতিবাদ

E Zero Point

মতামত দিন