29/09/2023 : 12:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমানে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, আজ ১৭৯ ও জেলায় ৫৫৮ জন করোনা আক্রান্ত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৯ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৫৫৮ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। উদ্বেগের মধ্যে আশার খবর আজ কোন মৃত্যু হয়নি।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৮৩০৩ জন।  বৃহস্পতিবারবার পর্যন্ত জেলায় মোট ১৯৪ জনের মৃত্যু হয়েছে। ১৩৫৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৪৫৭১ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ১, আউসগ্রাম২ – ১৬, বর্ধমান পৌরসভা – ১৭৯, ভাতার -৭৯, বর্ধমান১- ৩৪, বর্ধমান২- ১৯, দাঁইহাট পৌরসভা- ১০, গলসী১ – ২২, গলসী২ -১০, গুসকরা পৌরসভা –  ১, জামালপুর – ১৫, কালনা পৌরসভা – ১৩, কালনা১ – ৪, কালনা২ – ৮, কেতুগ্রাম১ – ৮, কেতুগ্রাম২ – ১, কাটোয়া পৌরসভা – ১৬, কাটোয়া১ – ৫, কাটোয়া২ – ৫, খন্ডোঘোষ – ৭, মেমারি১ -২৩, মেমারি২ – ৬, মেমারি পৌরসভা – ১০, মন্তেশ্বর-১, মঙ্গলকোট – ৪, পূর্বস্থলী১ – ৬, পূর্বস্থলী২ – ১৭, রায়না১ – ১০, রায়না২ – ২, অন‍্যান‍্য জেলা – ২৬ জন আক্রান্ত হয়েছেন।

 

 

 

 

 

 

Related posts

ভাতার থানার সামনে বিক্ষোভ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির

E Zero Point

ভ্রাম্যমান পাঠশালার যাত্রা শুরু মেমারিতে

E Zero Point

জামালপুর ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে থানায় ডেপুটেশন

E Zero Point

মতামত দিন