29/03/2024 : 11:35 AM
আমার দেশ

করোনাকে হারিয়ে সুস্থ প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৯ এপ্রিল ২০২১:


করোনাকে হারিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার সুস্থ হয়ে নয়াদিল্লির এইমস থেকে ছাড়া পেলেন তিনি। ৮৮ বছরের এই বর্ষীয়ান কংগ্রেস নেতা গত ১৯ এপ্রিল করোনায় সংক্রমিত হয়ে এইমসের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি হয়েছিলেন।

এদিন তিনি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বাড়িতে এখন বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এর আগে গত বছর মে মাসে বুকে ব্যথা নিয়ে একবার এইমসে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সুত্রের খবর, ২০০৯ সালে তাঁর হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছে।

দিল্লি এইমসে ভরতির পর সেখানেই চিকিৎসা চলছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ ৯ দিন তিনি ভরতি ছিলেন হাসপাতালে৷ দশদিনের মাথায় এইমস থেকে ছাড়া পান৷করোনায় আক্রান্ত হওয়ার আগে ভ্যাকসিন নিয়েছিলেন মনমোহন সিং৷ প্রথম ডোজ তিনি নিয়েছিলেন ৪ মার্চ৷ দ্বিতীয় ডোজ নেন এপ্রিল মাসের ৩ তারিখ৷ দ্বিতীয় ডোজ নেওয়ার ১৫ দিন পর তিনি করোনা আক্রান্ত হওয়ায় অনেকেই চিন্তায় পড়ে যান৷

Related posts

৫টি রাজ্যের সংক্রমণের হার এবং সংক্রমিতদের মৃত্যুর ঘটনা বেশীঃ স্বাস্থ্য মন্ত্রক

E Zero Point

সরবরাহ শৃঙ্খলে স্থিতাবস্থা বজায় রাখার জন্য অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মন্ত্রীদের মধ্যে বৈঠক

E Zero Point

দেশে প্রতিদিন গড়ে ৩৮১ জনের আত্মহত্যা, মহারাষ্ট্র প্রথম, পশ্চিম বঙ্গ তৃতীয়

E Zero Point

মতামত দিন