19/04/2024 : 9:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

অবলুপ্তপ্রায় বাদাই গানের আসর

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মন্তেশ্বর, ২৮ সেপ্টেম্বর ২০২০:


মন্তেশ্বর ব্লকের পিপলন গ্রামে চলছে, বাংলা থেকে হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতির লোকগান বাদাই গানের আসর |
লোকসংস্কৃতির অবনুক্তির পথ ধরে বিগত ২০-২৫ বছরে বাদাই গান অবলুপ্তির পথে |
জন্মাষ্টমীর সময় থেকেই বাদাই গান গাওয়া হয়, বিভিন্ন পার্বণ কে সামনে রেখে বাদাই গানের আসর এগিয়ে চলে তার নিজের গতিতে | ফলে গানের অক্ষদণ্ড শ্রীকৃষ্ণেরজন্ম কাহিনী – পিতা বাসুদেব, মাতা দৈবকীর ভাগ্য বিড়ম্বনা, পালক পিতা নন্দ আর যশোদার উচ্ছ্বাস, শেষে ঈশ্বরের আরাধনা |
রসের বিচারে ভক্তিরসই প্রধান | আত্মনিবেদনের ভাবও থাকে স্পষ্ট | গানের মধ্যে চপলতা থাকলেও তা ঢেকে যায় ভক্তি প্রদর্শনে |


আসরের প্রথমেই মাঙ্গলিক গীত, দেবদেবীর আরাধনার গান, আসর বন্দনা। এরপর প্রস্তাবনা |
অন্যান্য লোক সাহিত্যের মতই বাদাই গানে শুধু যে বিনোদনের পর্ব সাধিত হয় তা নয়, এর সঙ্গে থাকে লোকশিক্ষাও – য়া আদতে ধর্মতত্বের ব্যাখ্যান, লোক সমাজের উপযোগী করে শিক্ষাদান |
আজ বাদাই গান প্রায় মৃত – নতুন প্রতিভার উন্মেষ ঘটছে না | বাদাইএর অবলুপ্তি ঘটছে পচা পাঁকে |
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দিয়েছে |
বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসা বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নিখিল কৈবর্তের পরিচালনায় একদল মানুষ নিরলস লড়াই করে চলেছেন |

Related posts

ভাতারে বজ্রপাতে মৃত্যু

E Zero Point

ভোটের আগে পুরোহিতদের সমাবর্তন মেমারিতে

E Zero Point

অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন