19/05/2024 : 7:51 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বকচরায় বামপন্থী ছাত্র যুবদের রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  গাইঘাটা, ৬ সেপ্টেম্বর, ২০২০:


করোনা সংক্রমনে সারা রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে যখন রক্তের হাহাকার, ঠিক সেই সময় রক্তদানে এগিয়ে এলো এসএফআই ও ডিওয়াইএফআই এর গাইঘাটা পশ্চিম লোকাল কমিটির ফুলসরা শাখা।সহযোগী হলেন সি আই টি ইউ এর নির্মাণ কর্মীরা।আজ গাইঘাটার বকচরায় ছাত্র যুবদের আহবানে রক্তদান শিবিরের ৬৪ জন রক্ত দান করলেন।আজকের রক্তদান শিবিরের উদ্বোধন করেন বামপন্থী ছাত্র ও যুব আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব,সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ অলকেশ দাস।তিনি দেশ রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র বক্তব্যে তুলে ধরেন।এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামাজিক ন্যায় মঞ্চের অন্যতম নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ ডঃ অসীম বালা,শিক্ষক নেতা অশোক পাল।রক্তদান শিবিরে উপস্থিত থেকে বক্তব্য পেশ করে ছাত্র ও যুব আন্দোলনের জেলার শীর্ষ নেতৃত্ব দেবজ্যোতি দাস ঋতুপর্ণা মিত্র, রাতুল তরফদার আসরাফুল মালিক,সুস্মিতা চক্রবর্তী, অপূর্ব সাহা, দেবাশীষ দাস, রীতেশ ঘোষ,অভীক দাস, সন্দীপ সরকার,প্রদীপ বিশ্বাস, ত্রিদীপ চৌধুরী,যুব নেতা অনুপম সরকার ও শংকর বর্মন প্রমুখ।এছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতৃত্ব সত্য কপাট, অনুপম বিশ্বাস,কপিল ঘোষ প্রশান্ত দাস প্রমুখ।রক্তদানকে ঘিরে এলাকায় বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Related posts

বিসর্জনে নৌকাডুবিতে মৃত চার

E Zero Point

পল্লিমঙ্গল সমিতির ৭৯তম বর্ষের খুঁটি পূজা

E Zero Point

বৃষ্টি কমতেই বীজআলুর দাম দ্বিগুন মেমারিতে, চাষীদের অভিযোগ কালোবাজারী করা হচ্ছে

E Zero Point

মতামত দিন