28/04/2024 : 4:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আজ মেমারির গর্ব দিগন্তিকা এবার ভারত সরকারের ওয়েব- সেমিনারে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর, ২০২০:


ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মুখপত্র প্রেস ইনফরমেশন ব্যুরো ও ফিল্ড আউটরিচ ব্যুরোর পরিচালনায় আত্মনির্ভর ভারত প্রকল্পে, আজ রবিবার বেলা এগারটার কোভিড-১৯ মহামারী তে কারিগরি উদ্ভাবন শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছেন ।
আলোচনায় অংশগ্রহণ করছেন- ডিরেক্টর আই আই টি খড়গপুর প্রফেসর ভি কে তেওয়ারি ।
ডিরেক্টর বিআইটিএম শ্রী ভি এস রামচন্দ্রন।
ডিরেক্টর সি এস আই আর প্রফেসর ড.হরিশ হিরানি ।
ইসিই জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড.বিশ্বরূপ নিয়োগী এবং
মেমারি ভি এম ইন্সটিটিউশন ইউনিট-২এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী দিগন্তিকা বোস। এই ওয়েবিনার পরিচালনা করবেন সন্দীপন দাশগুপ্ত এফপিও,এফবিও চুঁচুড়া ও শ্রীজাতা সাহা সহু মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার পিআইবি কোলকাতা।
আজ সকাল এগারোটায় নিচের লিংকে ক্লিক করে গুগল মিট (https://meet.google.com/ney-nhra-wav) এর মাধ্যমে দেখা যাবে এছাড়া পি আই বি কোলকাতা ও ফিল্ড আউটরিচ ব্যুরোর ফেসবুক পেজে লাইভ দেখতে পাওয়া যাবে।

Related posts

কান্দি ব্লকে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের উদ্বোধন

E Zero Point

শতাব্দী প্রাচীন লক্ষী পুজোয় করোনার থাবা

E Zero Point

মেমারিতে বামফ্রন্টের অবস্থান সভা

E Zero Point

মতামত দিন