20/05/2024 : 6:26 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দাঁইহাট পৌরসভা এলাকার গঙ্গার ঘাটে পিতৃতর্পণ

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, দাঁইহাট, ১৭ সেপ্টেম্বর ২০২০:


আজ ভোরে আপমর বাঙালির ঘুম ভাঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনে এবং এরপরেই তর্পণের পালা। সেই রীতি অনুযায়ী আজ পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পৌরসভা এলাকার গঙ্গার ঘাটে চলছে তর্পণ। করোনা আবহের মধ্যে দাঁইহাট এলাকার পুণ্যার্থীরা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা তর্পণ করার জন্যে ছুটে আসে দাঁইহাট গঙ্গার ঘাটে। এদিন তিলজল দান করে থাকেন বংশধরেরা। তর্পণের মাধ্যমে স্মরণ করা হয় চিরতরে হারিয়ে যাওয়া প্রিয়জনদের। এই অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ ভাবে হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে পুলিশ প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।

Related posts

পাঁচ দশকের বেশি সময়ে ভাড়াবাড়িতে কৈচর পুলিশ ফাঁড়ি

E Zero Point

নতুন বছর পরতেই জেলার বিভিন্ন জায়গার সাথে পিকনিকে মেতে উঠেছে মানুষেরা

E Zero Point

চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর

E Zero Point

মতামত দিন