05/05/2024 : 12:44 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জাল সার্টিফিকেট নিয়ে কালনা কলেজে চাকরির অভিযোগঃ এবিভিপির ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৫ সেপ্টেম্বর, ২০২০:


কালনা কলেজের ভূগোল বিভাগের শিক্ষক অনিমেষ গোস্বামী নিজের সার্টিফিকেট জাল করে কালনা কলেজে চাকরি করছেন। এমন গুরুতর অভিযোগ করে আরামবাগ টিভি নামে একটি ইউটিউব চ্যানেল এমনই খবর পরিবেশন করে। এই ঘটনার পরেই নড়ে চড়ে বসে কালন‍া কলেজ কর্তৃপক্ষ। ওই টিভি চ্যানেলের দাবি তাঁদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। সেই সমস্ত প্রমাণ তাঁরা তাঁদের দেখানো প্রতিবেদনে প্রকাশ করে। এর পরেই কালনা শহর এবিভিপির পক্ষ থেকে আজ কালনা কলেজের প্রিন্সিপালকে ডেপুটেশন দেয় তাঁরা, তাঁদের দাবি কালনা কলেজের অধ্যক্ষ অনিমেষ গোস্বামীর এই খবর সম্প্রচারের ফলে কালনা কলেজের সুনাম নষ্ট হচ্ছে সর্বত্র।

অবিলম্বে কলেজ কর্তৃপক্ষ উপযুক্ত সত্যিটা সকলের সামনে আনুক এই দাবি নিয়ে এদিন ডেপুটেশন দেন তাঁরা, এদিন কলেজের প্রিন্সিপাল তিনি জানান ওই শিক্ষকের নামে যে অভিযোগ উঠেছে তার তদন্তের জন্য উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Related posts

বেসরকারি স্কুলের ফি নিয়ে চুড়ান্ত রায় আগামী ১৪ সেপ্টেম্বর

E Zero Point

গরু পাচার মামলায় কি পুরন্দরপুর – পাচুন্দির নাম আসতে পারে?

E Zero Point

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হল ভাতারে

E Zero Point

মতামত দিন