05/05/2024 : 6:14 PM
আমার বাংলাআসানসোলদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

শেষ বোর্ড মিটিংয়ে আসানসোল পুরোবোর্ডের ব্যর্থতায় সরব হলেন বিরোধীরা

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, আসানসোল, ১ অক্টোবর, ২০২০:


পশ্চিম বর্ধমানের আসানসোল পৌরনিগমের রবীন্দ্রভবনে বৃহস্পতিবার শেষ বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয়। এদিনের পৌরনিগমের বোর্ড মিটিংয়ে বর্তমান পুরো বোর্ডের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করলেন বিরোধী কাউন্সিলারা। মিটিংয়ে বিজেপি ও বাম কাউন্সিলাররা অভিযোগ করেন পেনশন ও গৃহনির্মাণ প্রকল্পের কাজ ঠিকমতো হয়নি। এমনকি কয়েকটি বিষয়ে পুরোবোর্ডের ব্যর্থতা রয়েছে বলেও সরব হলেন বিরোধীরা। যদিও এই প্রসঙ্গে পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক বলেন সমস্ত ওয়ার্ডে ঠিকমতো উন্নয়নমূলক কাজ হয়েছে।


যদিও শাসক দলের কাউন্সিলারা সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, এই বোর্ডের আমলে উন্নয়নের কাজ ভালো হয়েছে। অন্যদিকে বিরোধীদের পেনশন প্রসঙ্গে শাসকদলের কাউন্সিলার অভিজিৎ আর্চায বলেন এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তাই বিজেপি কাউন্সিলারদের উদ্দেশ্যে তিনি বলেন সাংসদ বাবুল সুপ্রিয়কে পেনশনের বিষয়টি জানান। অন্যদিকে পৌরনিগমের শেষ বোর্ড মিটিংয়ে পৌরনিগমের সমস্ত কাউন্সিলারদের হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়।

Related posts

মেমারি শহরে মহিলার শ্লীতাহানিঃ গ্রেপ্তার যুবক

E Zero Point

অন্য ভাবনায় আত্মবলিদান দিবস পালন

E Zero Point

করোনায় প্রয়াত মেমারির বিশিষ্ট চিকিৎস উত্তম বিষয়ী

E Zero Point

মতামত দিন