03/05/2024 : 4:47 PM
আমার বাংলা

বেআইনি ভাবে রেলের টিকিট বিক্রি মেমারিতে, গ্রেপ্তার ১

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ :


শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির পারিজাতনগর এলাকা থেকে শক্তিগড় আরপিএফ বেআইনি ভাবে রেলের ই-টিকিট বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আরপিএফ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে মেমারির পারিজাত নগরে দীপ মোবাইল পয়েন্ট নামে একটি দোকানে আরপিএফ হানা দেয়। এখান থেকে কোনো অনুমতি ছাড়াই টিকিট কেনা বেচা ও বেআইনি টিকিটের কারবার চলছিল।

আরপিএফ দিব্যেন্দু মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আরপিএফ তল্লাশি চালিয়ে দোকান থেকে ৫০টি রেলওয়ে ই টিকিট, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, ৩ হাজর ১০ টাকা নগদ বাজেয়াপ্ত করে।

আরপিএফ সূত্রে জানা যায় দিব্যেন্দু মন্ডলের কাছ থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের বেআইনি রেলওয়ে ই-টিকিট পাওয়া গেছে। ধৃত দিব্যেন্দু মন্ডলকে ইউ/এস ১৪৩ রেলওয়ে অ্যাক্টে আরপিএফ এর তরফে মামলা রুজু করা হয়েছে ও শনিবার আদালতে পেশ করা হবে বলে জানা যায়।

Related posts

শীতকালে চুপির পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখতে আগাম প্রস্তুতি

E Zero Point

কুসংস্কার বিরোধী অনুষ্ঠানে বাধা বই মেলা কমিটির

E Zero Point

হলদিবাড়িতে বর্ষবরণ অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন