06/05/2025 : 5:48 AM
আমার বাংলাকলকাতা

SSC SCAM: আবার এস এস সি ভবনে সিবিআই

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৩১ মে ২০২২:


গত শনিবার ও রবিবার নিজাম প্যালেস থেকে আচার্য ভবনে যান সিবিআই আধিকারিকরা। আজ মঙ্গলবার আবার সিবিআইয়ের চিরুনি তল্লাশি এসএসসি ভবনে। জানা যাচ্ছে তাদের হাতে নিয়োগ সুপারিশের একগুচ্ছ নথি পরেছে। সংবাদ সূত্রে জানা যায় সিবিআই এর দুটি দল মিলে এই চিরুনি তল্লাশি অভিযান চালায়।  বিভিন্ন নথিপত্র হার্ডডিক্স খতিয়ে দেখা হয়েছে।

নতুন করে বড়সড় তথ্য-প্রমাণ হাতে এসেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এসএসসি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা প্রতিমন্ত্রী। গোটা নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি রয়েছে তা আঁচ করেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

এখন দেখা যাক সিবিআই এস এস সি কেলেঙ্কারির সমাধান কত তাড়াতাড়ি করতে পারে, না আগের সিবিআই কেসগুলোর মত ধামাচাপা পড়ে যাবে সামনের কোন ভোট পর্যন্ত, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করছে রাজ্যবাসীর একাংশ।

Related posts

জল স্বপ্নের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ হাটগোবিন্দপুরে

E Zero Point

অন্যরকম ভাঁইফোটার আয়োজনে “হেল্প”

E Zero Point

জোরদার আন্দোলনের আহ্বান বামপন্থী কর্মীসভায়

E Zero Point

মতামত দিন