09/12/2023 : 1:54 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে বোমার ‘হোম ডেলিভারি’, ‘অনলাইনে’ পেমেন্ট!

জিরো পয়েন্ট নিউজ, কাটোয়া,  ৩১ মে ২০২২:


এবার শুধু বোমার সন্ধান নয় পূর্ব বর্ধমানে – একেবারে বোমার ‘হোম ডেলিভারি’, ‘অনলাইনে’ পেমেন্ট!  ‘ক্রেতার কাছে বোমার ছবি দেখিয়ে অর্ডার, অনলাইনে পেমেন্ট!’ ২৫০ টাকায় সুতলি বোমা, ৪৫০ টাকায় কৌটো বোমা বিক্রির অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নং ব্লকের সিঙ্গী পঞ্চায়েতের মুলটি গ্রামে। কাটয়ো থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করলো ৬টি সুতলি বোমা।

এই ঘটনায় মকবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সে এই চক্রের মূল পান্ডা বলে মনে করছে কাটোয়া থানার পুলিশ। জানা যায় মোবাইল ফোনের হোয়াটস অ্যাপে পাঠানো হত, বোমার ছবি। সেই ছবি দেখে দাম-দর শুনে অর্ডার দিত ক্রেতারা। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেত বোমার প্যাকেট। পূর্ব বর্ধমানের কাটোয়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আধুনিক বোমা বিক্রি চক্রের হদিশে হতবাক পুলিশ। ধৃত মকবুল শেখের বাড়ী মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রামে। বেশ কিছু দিন আগে কাটোয়ার মুলটি গ্রামের পশ্চিম পাড়ায় বাড়ি করে থাকছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Related posts

গোবরডাঙ্গা শিক্ষক সমাজের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

E Zero Point

জেলা জুড়ে চলছে পথশ্রী অভিযান

E Zero Point

মানব তথা প্রকৃতির কল্যাণের জন্য ১১ বছর ধরে পূজো বর্ধমানে

E Zero Point

মতামত দিন