24/04/2024 : 10:14 PM
আমার বাংলা

৫০ টাকায় কিডনির রোগে আক্রান্ত রোগীদের ডায়ালাইসিস

স্টাফ রিপোর্টার, কলকাতা, ৩০ জুলাইঃ


কলকাতায় অবস্থিত ‘স্বাস্থ্য সংকল্প ‘ যেখানে মাত্র ৫০ টাকায় কিডনির রোগে আক্রান্ত রোগীদের ডায়ালাইসিস করছে | এই সুযোগ দিচ্ছে সাধারণ মানুষকে |
যদি একটা সময় ৩৫০ টাকা চার্জ নেওয়া হত ডায়ালিসিস করতে। কিন্তু লকডাউনের পর মানুষের দুর্দশার কথা চিন্তা করে সেটাও নেওয়া হচ্ছে না | মাত্র ৫০ টাকার বিনিময় এই পরিষেবা প্রদান করা হয়েছে সাধারণ মানুষকে |
ড: ফুয়াদ হালিম এই হাসপাতাল চালান | বামপন্থী রাজনীতিতে এখনো সক্রিয় কর্মী তিনি | গত লোকসভা নির্বাচনেও হেভিওয়েট ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন আর বিপুল ভোটে পরাজয়ও হয় তার | কিন্তু তিনি একজন চিকিৎসক | তাই রাজনৈতিক পরাজয়ের পর তিনি মানুষের থেকে দূরে সরে যাননি, বরং গরিব মানুষের জন্য তার ভাবনা বেড়েছে অনেক গুণ | করোনার কঠিন সময়ে শহরে বসে এই বাম নেতা এবং চিকিৎসক, ফুয়াদ হালিম তাঁর নিজস্ব হাসপাতালে মাত্র ৫০ টাকায় সাধারণ মানুষের ডায়ালিসিস করার ব্যবস্থা করেছেন | কিন্তু এত কিছুর মাঝেও রাজনৈতিক শ্রেণীগত বিভেদ তাকে ছুঁতে পারেনি তার তৈরি হাসপাতালে এলে প্রমাণ পাওয়া যায় |
তিনি ভোটের ময়দানে হয়তো হেরে গেছেন | কিন্তু নামমাত্র টাকায় ডায়ালিসিস নিয়ে বাড়িমুখো এক-একজন রোগীর হাসিমুখই তাঁকে জিতিয়ে দিচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্ত |

Related posts

দিশাহীন মেমারির স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা

E Zero Point

গয়েশপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান মনস্কতা দিবস উদযাপন

E Zero Point

ছেলের জন্মদিনে দুস্থদের পাশে সরকারি অফিসার

E Zero Point

মতামত দিন