18/05/2024 : 11:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সাপ্তাহিক লোন পরিশোধ না করতে পারায় গৃহবধূর আত্মহত্যা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৬ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলদা গ্রামের এক গৃহবধূ ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন । ওই গৃহবধূর নাম মহারানী বিবি, বয়স ২৯ বছর।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃতদেহ উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজে।

স্থানীয় সূত্রে খবর, গ্রামবাংলায় সাপ্তাহিক-ঋণ দেয় অনেক কোম্পানি। সেইরকমই বেশ কয়েকটি ঋণ নিয়েছিলেন ঘোলা গ্রামের বাসিন্দা, নুর আলম চৌধুরী। দুই ছেলে ও স্বামী স্ত্রী মোট চার জনের ছোট্ট সংসার। ছেলেমেয়েদের পড়াশোনা ও টোটো কিনতে ঋণ নিয়েছিলেন নুর আলম চৌধুরী। কিন্তু লকডাউন হওয়ায় তেমন টোটোর ভাড়া হচ্ছিল না। তাই সাপ্তাহিক লোন পরিশোধ করতে পারছিলেন না। আজ সাপ্তাহিক লোন দিবার ডেট ছিল। কিন্তু টাকা জোগাড় করতে পারিনি নুর আলম চৌধুরীর স্ত্রী মহারানী বিবি, তাই মানসিক অবসাদে গলায় দড়ি দিয়েছে বলে অনুমান পরিবারের সদস্যদের। গৃহবধূর ভাই শেখ জাহির জানান,বেশ কয়েকটি কোম্পানির লোন নিয়েছিল দিদি,লকডাউনে কাজকর্ম না হওয়ার জন্য কিস্তি দিতে পারছিল না ঠিকমত। সেই জন্যই দিদি মানসিক অবসাদে মারা গেলেন।

 

Related posts

দুয়ার সরকার মেমারিতেঃ একনজরে দেখে নিন কবে কোথায়?

E Zero Point

কংগ্রেসের “কৃষক অধিকার দিবস” পালন গলসিতে

E Zero Point

অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন