02/05/2024 : 6:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

মিড ডে মিলের চালে পোকা, স্কুলে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ মন্ডল, হুগলি, ১৬ অক্টোবর, ২০২০:


পান্ডুয়ার সরাই তিন্না পঞ্চায়েতের অন্তর্গত সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অঙ্গনারী কেন্দ্র 43 জন শিশু ও গর্ভবতী মায়েদের মিড ডে মিলের চাল ও ডাল দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বৃহস্পতিবার শিশুদের মিড ডে মিলের চাল ডাল দেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় চালে পোকা ও ডালে দুর্গন্ধ বের হচ্ছে এর পরে সেই চালিয়েছে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা ।খাবার অযোগ্য। পোকা ধরা চাল খাওয়ালে শিশুদের শরীর খারাপ করতে পারে। তারা চান যেন ভাল চাল দেওয়া হয় স্কুল থেকে। স্কুলের প্রধান শিক্ষিকা তিনি দীর্ঘদিন ধরে স্কুলে আসছেন না।

Related posts

যাত্রীর দেখা নেই মেমারি বাসষ্ট্যান্ডে

E Zero Point

বিজেপির পঞ্চায়েত সম্মেলন মেমারিতে

E Zero Point

আউসগ্রামে শুরু হলো ‘দিদির সুরক্ষা কবজ’ ও ‘দিদির দূত’ প্রকল্প

E Zero Point

মতামত দিন