02/05/2024 : 1:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবৈঁচিহুগলি

বৈঁচিতে প্যাকেটজাত মুরগির মাংস প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ মন্ডল, হুগলি, ১৬ অক্টোবর, ২০২০:


বৃহস্পতিবার বৈঁচি সিএডিসি ভবনে এই চিকেন প্রসেসিং ইউনিট প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন ফিতে কেটে ফলক উন্মোচন করে ও নারকেল ফাটিয়ে প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন, বৈঁচি সিএডিসির বিভিন্ন আধিকারিক সহ মিনমিত্রা ও প্রাণিসম্পদ স্বয়ম্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা।

এদিন প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের শংসাপত্র বিতরণ করা হয়। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় এই প্যাকেটজাত মাংস রপ্তানি করা হবে এমনকি সুফল বাংলা স্টল এই প্যাকেটজাত মাংস পাওয়া যাবে বলে জানান সিএডিসির আধিকারিকরা।

Related posts

মেমারির মুক্তমনা ও বিজ্ঞানকর্মী নীধুদা প্রয়াত

E Zero Point

মেমারি আমার কাছে নতুন নয়…বলে থামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে খুঁজছিলেন?

E Zero Point

আনলক-১ -এ বর্ধমান শহরের রাস্তায় বাস ও টটো দৌড়ালো

E Zero Point

মতামত দিন