04/05/2024 : 2:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

“পাকা ধানে মই” মাথায় হাত ভাতার ব্লকের চাষীদের

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২১ নভেম্বর, ২০২০:


ধান আছে কিন্তু চাল নেই,এ খবর আগেই প্রকাশিত করেছি আমরা এরপর পুনরায় চাষীদের সর্বনাশ, অসময়ে ক্যানেলে জল আশায় কার্যত পাকা ধানে মই দেওয়ার মতন অবস্থা পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কৃষকদের।

বর্তমানে আমন ধান কাটার কাজ শুরু হয়েছে । এমতাবস্থায় অসময়ে ক্যানেলে জল আশায় চরম সংকটের ভাতার ব্লকের কৃষকরা। মুলত ভাতার ব্লকের আমারুন, আড়া,সুনুর, বেলেন্ডা, নওদা, বালসিডাঙ্গা মৌজার বিস্তীর্ণ এলাকায় হু হু করে জল জমিতে চলে আসার ফলে চরম ক্ষতির মুখে কৃষকরা।

ভাতার ব্লকের ব্লেন্ডার গ্রামের চাষি বাবলু মন্ডল জানান,  ঋণ করে চাষ করেছিলাম আশা করেছিলাম এই ধান তুলে কিছু ঋণ  পরিশোধ করব কিন্তু হঠাৎ ক্যানেলে জল আশায় আমরা খুবই ক্ষতিগ্রস্ত।
অন্যদিকে ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাদক্ষ প্রদ্যুৎ পাল জানান, ইতিমধ্যেই আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং বর্তমান সরকার কৃষকদের পাশে আছে । ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা আমরা করব।

Related posts

স্ত্রীকে ভিন রাজ্যে পাচারের অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে

E Zero Point

নারায়ণপুরে অস্থায়ী কাঠের ব্রিজ করে দিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হল

E Zero Point

যুবকের রহস্যজনক মৃত্যু

E Zero Point

মতামত দিন