18/05/2024 : 12:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

সহায়ক মূল্যে আলু কিনতে উপচে পড়া ভিড় ভাতার কৃষক বাজারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৬ নভেম্বর, ২০২০:


গোটা রাজ্য জুড়ে বাম সর্মথকরা সাধারণ ধর্মঘট ডেকেছে। কৃষি আইনের বিরোধিতা করে। ভাতারেও সকাল থেকে রাস্তায় নেমেছে বাম সংগঠনরা বনধের সমর্থনে।

অপরদিকে ভাতার কৃষক বাজারে দেখা গেল ভিন্ন চিত্র। সকাল থেকেই সহায়ক মূল্য আলু কিনতে দিতে দীর্ঘ লাইন কৃষক বাজারে।

সরকারি আধিকারিকরা জানান পুরোপুরি প্রশাসনের তরফ থেকে নির্দেশ রয়েছে আলু বিতরণ করার ।তাই আলু বিতরণ করছি ।অন্যান্য দিনের তুলনায় আজ প্রচুর মানুষের ভিড় রয়েছে আলু কিনতে।
আজ বন্ধের দিনেও সহায়ক মূল্য দেয়ায় খুশি ভাতার এলাকার মানুষজন।

Related posts

পৌরসভার লোন দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ কালনায়

E Zero Point

আদিবাসী শিল্পী সংঘ আর্থিক অনুদান পূর্বস্থলীতে

E Zero Point

‘স্বপ্নছন্দম’ এর সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন