08/05/2024 : 5:53 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

কালিম্পংয়ে রাস্তা উদ্বোধনে গোর্খা জনমুক্তি মোর্চা

জিরো পয়েন্ট নিউজ – মহ: মুস্তফা শেখ, দার্জিলিং, ২৮ নভেম্বর, ২০২০:


দীর্ঘদিন ৩ বছর পরে পাহাড়ে ফিরছে রোশন গিরি। তাই নিয়ে উৎসাহিত গোর্খা জনমুক্তি মোর্চার বিমল পন্থী শিবির।এদিন জিটিএ চেয়ারম্যান কালিম্পং ডেলোতে এক রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান বিগত তিন বছরের চেষ্টায় শান্তি ফিরচ্ছে পাহাড়ে।পাহাড় সকলের জন্য,যে কেউ আসতে পাহাড়ে।

তবে আসার পেছনে কি উদেশ্য রয়েছে তা জানতে হবে।পাহাড়ে নতুন করে কোনো অশান্তি বরদাস্ত করা হবে না।রোশন গিরির জনসভা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনিত থাপা জানায় ডেমোক্রেসি’তে সবারই বলার অধিকার রয়েছে।আমাদের সময় সবাইকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি।তাদের সময় কাউকেই মুখ খোলার অধিকার ছিল না এই বলে সে রোশনকে কড়া ভাষাতে কটাক্ষ করল অনিত থাপা।

Related posts

১২ জন স্কুলপড়ুয়া হঠাৎ অসুস্থ সামন্তীতে

E Zero Point

বামযুব সংগঠনের উদ্যোগে হিরোশিমা দিবস পালন মেমারিতে

E Zero Point

মেমারিতে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ

E Zero Point

মতামত দিন