16/04/2024 : 11:21 AM
আমার বাংলাকলকাতা

পুজোয় অনুদান এবং পুরোহিতভাতা নিয়ে মামলার শুনানি বুধবার 

জিরো পয়েন্ট নিউজ – মোল্লা জসিমউদ্দিন, কলকাতা, ১১ অক্টোবর, ২০২০:


করোনা আবহে আসন্ন শারদীয়া এবার বর্ণহীন বলা যায়। গত ২৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী আসন্ন দুর্গাপূজার  জন্য একগুচ্ছ সরকারি  ছাড় ঘোষণা  করেছেন। যেমন পুজো  কমিটি গুলি ৫০ হাজারের সরকারি  অনুদান পাবে। দমকল এবং প্রশাসনে জমা করতে হবেনা কোন অর্থ। পাশাপাশি  পুজো কমিটির বিদ্যুৎ বিলে মিলবে ৫০% ছাড়। এও ছাড়া পুরোহিতদের জন্য ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন  মুখ্যমন্ত্রী । ওয়াকিবহাল মহল মনে করছে – আসন্ন একুশে বিধানসভা নির্বাচনে এটি চমক রাজ্য সরকারের। রাজনীতিতে তর্কবিতর্ক  যতই থাকুক তবে সংবিধানের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা  হাইকোর্টে দুটি  মামলা রুজু  হয়েছে । মামলাকারী  হলেন পশ্চিম বর্ধমান  জেলার দুরগাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। যদিও পুজো  কমিটির  সরকারি  অনুদান  মঞ্জুর  নিয়ে এর আগেও মামলা দাখিল  হয়েছে। সেই মামলা সুপ্রিম  কোর্টে এখনও  বিচারধীন। চুড়ান্ত রায়  এখনো দেয়নি দেশের শীর্ষ  আদালত ।

আগামী বুধবার  সেই মামলার সুপ্রিম নির্দেশনার কপি জমা পড়বে কলকাতা  হাইকোর্টের  বিচারপতি  সঞ্জীব  বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন  বেঞ্চে । তখনি দায়ের করা দুটি  জনস্বার্থ  মামলার শুনানি হবে বলে  জানা  গেছে । গত ২০১৮ সালে রাজ্য সরকার  দুর্গাপূজা কমিটি গুলি কে উৎসাহ  এবং সাহায্য  করার জন্য ১০ হাজার টাকার অনুদান  দেয়। এই অনুদানের পরিমাণ  দ্বিগুণের বেশি (২৫ হাজার) হয় গত বছর । চলতি  বছর আবার তার দ্বিগুন (৫০ হাজার)  হয়। অর্থাৎ  গত দুবছর  আগেকার দশহাজার টাকার অনুদান পাঁচগুনে পঞ্চাশ হাজারে দাঁড়ায় এবছর। পাশাপাশি  এবছর  ইমাম মোয়াজ্জেনদের মত পুরোহিতদের জন্যও ভাতা দেওয়ার কথা ঘোষণা  করে  রাজ্য সরকার। গত ২০১৮ সালে এই দুর্গাপূজার  কমিটি গুলি কে সরকারি  অনুদান  মঞ্জুর  করা নিয়ে কলকাতা  হাইকোর্টে মামলা  দাখিল  হয়েছিল। এই মামলা যায় দেশের সর্বোচ্চ  আদালতেও। যা আজও  বিচারধীন রয়েছে । রাজ্য সরকার  সুপ্রিম  কোর্টে  জানিয়েছিল – ট্রাফিক  পুলিশের তরফে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি  পালনে এই অর্থ মঞ্জুর  করা  হয়েছে। সেই মামলায়  সুপ্রিম  কোর্ট  স্থগিতাদেশ জারী করে থাকে। পাশাপাশি  রাজ্য এবং কলকাতা  পুলিশ কে এই অনুদান দেওয়ার কথা বলে। ঠিক এইরকম  পরিস্থিতিতে  সংবিধানের  ধর্মনিরপেক্ষতায় প্রশ্ন তুলে দুটি  জনস্বার্থ  মামলা দায়ের করেন দুর্গাপুরের সিটু নেতা  সৌরভ  দত্ত । একাধারে পুজো কমিটির সরকারি অনুদান এবং অন্যদিকে পুরোহিত ভাতা বিষয়ক মামলা। আগামী  বুধবার  দুপুরে  কলকাতা  হাইকোর্টের  বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে ।

Related posts

পিচ রাস্তায় মাঠের কাদামাটিঃ সচেতনতা মূলক বার্তা

E Zero Point

কেতুগ্রাম বিধানসভার সিপিএম প্রার্থী মিজানুর কবির এর নিবিড় প্রচার

E Zero Point

আনন্দ মেলার উদ্বোধনে পৌরসভার চেয়ারম্যান

E Zero Point

মতামত দিন