12/02/2025 : 8:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

হুগলীর শেওড়াফুলির জিটি রোডে ধর্নায় বসলেন রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান

বিশেষ সংবাদ, হুগলিঃ ঘূর্ণিঝড় আমপানের দাপটে বিভিন্ন জায়গায় পড়ে থাকা বিদ্যুতের খুঁটি সরানো, বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ চালু করা এবং পানীয় জলের দাবীতে আজ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান হুগলী জেলার শেওড়াফুলি ফাঁড়ির সামনে জিটি রোডে ধর্নায় বসলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তার অভিযোগ সি এস সি অফিসে এব্যাপারে বারবার ফোনে অনুরোধ করা হলেও কোন কাজ হয়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ছদিন ধরে এই সব এলাকা বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। তাঁর আরও অভিযোগ আজ সকালে সি এস সি-র ডি ই -কে ফোন করলে তিনি দুর্ব্যবহার করেন। একজন জনপ্রতিনিধির সাথে যদি এরকম ব্যবহার করে তাহলে সাধারণ মানুষের সাথে কিরকম ব্যবহার করবেন।

Related posts

“পথশ্রী” প্রকল্পে রাস্তার উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক

E Zero Point

অভিনব জন্মদিন পালন করা হলো মেমারিতে

E Zero Point

কর্তব্যে অবিচল দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক

E Zero Point

মতামত দিন