04/05/2024 : 4:52 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কৃষকরা নিজের ইচ্ছা মতন নাড়া পুড়িয়ে যাচ্ছে কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩ ডিসেম্বর, ২০২০:


পুলিশ প্রশাসনের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে কৃষকরা নিজের ইচ্ছা মতন নাড়াপুড়িয়ে যাচ্ছে, প্রতিদিন, কৃষিদপ্তর থেকে বার বার বারণ করা সত্ত্বেও নানা রকম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কৃষকরা নিজেদের চাষের জমী নিজের হাতে করে নষ্ট করছে,খড়ের অবশিষ্ট অংশ জমীতে পুড়িয়ে জমীর মান, গুন যেমন নষ্ট করছে ঠিক তেমনি পরিবেশ দূষিত করছে, এই রকম দিনের পর দিন চলতে থাকলে প্রচুর পরিমানে চাষের ক্ষতি হবে।

Related posts

আজ পূর্ব বর্ধমানে করোনা পজিটিভ – ৪৫

E Zero Point

রাস্তার দাবিতে যুবদের অভিনব কর্মসূচি কাটোয়াতে

E Zero Point

শহীদের স্মৃতি রক্ষার্থে বলগোনা গ্রাম পঞ্চায়েতের রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন