06/05/2024 : 2:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বীরবান্টা সিধু-কানু’র পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ ডিসেম্বর, ২০২০:


মেমারি হাসপাতাল মোড়ে আজ বীরবান্টা সিধু-কানু’র পূর্ণাবয়ব মূর্তিরর উন্মোচন করেন সিধু-কানু’র ষষ্ঠতম  বংশধর মন্ডল মুর্মু ও বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু।

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটি মেমারি শাখার উদ্যোগে ও মেমারি পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই কর্মকান্ডের জন্য মেমারি বাসষ্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য আদিবাসী নৃত্য সহ পদযাত্রা করা হয়।

মিছিলের সামনের সারিতে ছিলেন দেবু টুডু । এছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রী স্বপন দেবনাথ, দেবু সুপ্রিয় সামন্ত, অচিন্ত চ্যাটার্জী, আশীষ ঘোষ দস্তিদার, মুকেশ শর্মা, বাদল কিসকু, গনেশ হাঁসদা সহ অন্যান্যরা।

Related posts

মেমারিতে বাস ও ৪০৭ গাড়ির ধাক্কায়, নিহত বাস চালক

E Zero Point

প্রায় তিন বছর পর প্রশাসক বসল বর্ধমান পৌরসভায়

E Zero Point

বর্ধমানের ২৭ নং ওয়ার্ডে বৃষ্টির জেরে মাটির বাড়ি ধসে পড়ে

E Zero Point

মতামত দিন