26/04/2024 : 11:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বীরবান্টা সিধু-কানু’র পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ ডিসেম্বর, ২০২০:


মেমারি হাসপাতাল মোড়ে আজ বীরবান্টা সিধু-কানু’র পূর্ণাবয়ব মূর্তিরর উন্মোচন করেন সিধু-কানু’র ষষ্ঠতম  বংশধর মন্ডল মুর্মু ও বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু।

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটি মেমারি শাখার উদ্যোগে ও মেমারি পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই কর্মকান্ডের জন্য মেমারি বাসষ্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য আদিবাসী নৃত্য সহ পদযাত্রা করা হয়।

মিছিলের সামনের সারিতে ছিলেন দেবু টুডু । এছাড়াও উপস্থিত ছিলেন, মন্ত্রী স্বপন দেবনাথ, দেবু সুপ্রিয় সামন্ত, অচিন্ত চ্যাটার্জী, আশীষ ঘোষ দস্তিদার, মুকেশ শর্মা, বাদল কিসকু, গনেশ হাঁসদা সহ অন্যান্যরা।

Related posts

মুক্তহস্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রক্তদান শিবির

E Zero Point

চাকরির চিঠি হাতে পেলেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস

E Zero Point

সীমান্তে বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম গ্রামে গ্রামে

E Zero Point

মতামত দিন