06/05/2024 : 7:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কেতুগ্রামের জনসভায় দিলীপ ঘোষের হুঁশিয়ারি পুলিশ প্রশাসনকে

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, কেতুগ্রাম, ২২ ডিসেম্বর ২০২০


আজ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কানদরায় দিলীপ ঘোষের জনসভা ও যোগদান মেলায় প্রায় ৭০০ পরিবার বিজেপিতে যোগদান করেন । প্রচুর মানুষের ঢল নামে আজকের এই জনসভায় ।

অনুষ্ঠানে দিলীপ ঘোষ পুলিশ প্রশাসনকে একহাত নেন । পাশের একটি মাঠে দাঁড়িয়ে থাকা জনগণের বসার অনুমতি না থাকার কারণে তিনি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন” তোর বাপের মাঠ নাকি এটা? এত গরব কিসের? এত তেল হয়ে গেছে রে! বন্ধুগণ এই পুলিশ অফিসাররা ভাবছে যা ইচ্ছা করি দিদি আমাদের বাঁচিয়ে দেবে।”

তিনি আরো জানান “দিদিকে বাঁচাবে কে তার ঠিক নেই, আবার এদের বাঁচাবে!” এককথায় তার স্বভাবগত ভঙ্গিতেই দিলীপ ঘোষ এদিন আসর গরম করে তোলেন ।বিজেপির জেলা নেতৃত্ব সহ বিভিন্ন আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন এই সভায়। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে প্রচুর মানুষ এদিন এই জনসভায় জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে হাজির হন।

একুশে বিধানসভায় কেতুগ্রাম বিধানসভার মাটিতে বিজেপির এত বড় জনসভা শাসকদলের কপালে ভাঁজ ফেলে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছে সাধারণ মানুষ।

Related posts

সাগরদীঘিতে সাস্থ্য বিষয়ক আলোচনা সভা

E Zero Point

নরেন্দ্র মোদির বাবা বাঁচাতে পারবেনা আসামিদেরঃ অনুব্রত মণ্ডল

E Zero Point

বিধায়কের নির্দেশে বিপন্ন মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ

E Zero Point

মতামত দিন