24/03/2023 : 11:47 AM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে চুণী কাপ ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১ অক্টোবর ২০২১:


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে আয়োজিত হলো একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা চুণী কাপ। মেমারির যুবক নবেন্দ্র ধারা আয়োজিত এই ফুটবল টুর্ণামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে। বাদিরপুর মাঠে ফাইনালে মুখোমুখি হয় পার্থ একাদশ ও বাদিরপুর ক্লাব। জয়লাভ করে পার্থ একাদশ।

আয়োজক নবেন্দ্র ধারা জানান যে, মেমারি শহর তথা আশেপাশে এলাকার যুবকদের মধ্যে খেলার আগ্রহ বাড়ানোর জন্য এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আগামী বছর মেমারি প্রিমিয়ার লিগ ২০২২ আয়োজন করা হবে।


যে কোন ক্রীড়া সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 / 9609529471



Related posts

বিরোধী শিবির ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

E Zero Point

অন্য ভাবনায় আত্মবলিদান দিবস পালন

E Zero Point

একদিকে নিম্নচাপ অপরদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়লো ডিভিসি কর্তৃপক্ষ

E Zero Point

মতামত দিন