07/05/2025 : 12:08 AM
আমার বাংলাকৃষ্টিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবিনোদনমঙ্গলকোট

মঙ্গলকোটে শিস- শিল্পী উত্তমের গান ধরেছে সুমধুর তান

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, গুসকরা, ১৩ সেপ্টেম্বর ২০২০


কন্ঠে গান আমরা অনেক শুনেছি কিন্তু শিস দিয়ে বাজছে “একবার বিদায় দে মা ঘুরে আসি “কিংবা ‘ভালোবাসার ময়না পাখি ” তখন মনে হয় কত অজানা প্রতিভা লুকিয়ে আছে প্রত্যন্ত গ্রাম গুলির অন্তরে ।পথে ঘুরছিলাম মঙ্গলকোটের কেশবপুরের সবুজ জমিতে ।সেখানে হঠাৎ কানে আসে শিস দিয়ে কে যেন গাইছে ‘একবার বিদায় দে মা ঘুরে আসি/ হাসি হাসি পরবো ফাঁসি /দেখবে ভারতবাসী “অবাক হলাম এই জায়গাতে এমন সুমধুর সুরে কে শিস দিচ্ছে এ কথা ভেবে। একটু এগোতেই দেখা পাওয়া গেল শিল্পী উত্তম রায়ের সাথে। বাড়ি মঙ্গলকোটের কেশবপুরের হরিজন পাড়ায় ।খেটে খাওয়া মানুষ তিনি ।পরিচয় হতেই দেখলাম খেয়ালি এই মানুষটি ভীষণ ভোলা। সঙ্গে করে নিয়ে গেলেন গ্রামের ধর্মরাজ তলার নাট মণ্ডপে। সেখানেই দুজনে বসা হলো ।সঙ্গে জুটি হলেন গ্রামের যুবক বুবাই ।একটার পর একটা শিস দিয়ে গান গাওয়া শুরু হল উত্তমের ঠোঁটে ।তপ্ত দুপুর বেলায় নীরবতা খানখান করে দিচ্ছে সেই সুরেলা শিস। অবাক হলাম ঈশ্বর তাকে কত না প্রতিভা দিয়ে পাঠিয়েছেন ।অভাবের সংসারে একমাত্র রোজগেরে উত্তমের দিন মজুরী করেই দিন কাটে। তারই ফাঁকে ফাঁকে যখন মন উদাস হয়ে পড়ে তখন খেয়ালী ঠোঁট কোন অজানা কারনে শিস দিতে শুরু করে ।সকলেই মুগ্ধ হয়ে শোনে উত্তমের শিস সংগীত ।হয়তো বলে ওঠে শিল্পীর বুকের যন্ত্রণার কথা। শহুরে কৃত্রিমতার গন্ধ ছড়িয়ে গ্রাম্য মেঠো সুর ঘোষণা করে খেটে খাওয়া মানুষের হৃদয়ের তান।

Related posts

প্রায় ৩০ কোটি টাকার হেরোইন উদ্ধার মেমারিতে

E Zero Point

বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন

E Zero Point

মেয়েকে বিক্রি ও দেহ ব্যবসার জন্য মায়ের চাপ, অবশেষে আত্মহত্যা

E Zero Point

মতামত দিন