02/05/2024 : 7:25 PM
আমার বাংলাজীবন শৈলীদক্ষিণ বঙ্গধর্ম -আধ্যাত্মিকতাপূর্ব বর্ধমানভাতার

মহা ধুমধামে রাধা গোবিন্দর পূজা ভাতারে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৬ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাতা গ্রামের মানুষজন মেতে উঠলেন রাধা গোবিন্দের পূজাই।গতকাল গভীর রাত্রে রাধাগোবিন্দ এসে হাজির হন মাহাতা গ্রামের।
প্রায় শতাধিক বছর ধরে হয়ে আসছে এই রাধা গোবিন্দর পুজো।


স্থানীয় সূত্রে জানা যায়,আউসগ্রাম এর অভিরামপুর থেকে মাঘ মাসের ১ তারিখের রাত্রে বেলায় রাধাগোবিন্দ আসেন মাহাতা গ্রামে। প্রায় কুড়ি দিন থাকেন মাহাতা গ্রামে। এরপর তিনি চলে যান ভাতারের নুরপুর গ্রামে। সেখানে টানা ১১ দিন থাকার পর পুনরায় ফিরে আসেন মাহাতা গ্রামে।


দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল রাত্রে রাধাগোবিন্দ গ্রামে আশায় খুশিতে মেতে ওঠেন গ্রামের মানুষজন। শুরু হয় পূজা। পাশাপাশি কীর্তন গানের আয়োজন করে পূজা কমিটি। এবং সবশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করে পূজা কমিটি।

পূজা কমিটির সদস্য বৃন্দাবন ঘোষ জানান,আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের গ্রামে এই রাধা গোবিন্দর পুজো হয়ে আসছে। এই দিনটার কবে আসবে তার আশায় থাকি। গ্রামের সমস্ত মানুষ খুশিতে মেতে উঠেছেন আমরা সকল মানুষের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করেছি।

Related posts

ডাকাতির উদ্দেশ্য জড়ো হাওয়ায় এক দুষ্কৃতীকে গ্রেফতার

E Zero Point

কান্দিতে সিপিআইএম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বই বিতরণ

E Zero Point

মতামত দিন