05/05/2024 : 12:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে বিজেপির মহামিছিল ও সভা

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২২ জানুয়ারি ২০২১:


একুশের ভোটকে সামনে রেখে , তৃণমূল সরকারের দুর্নীতি ও নয়া কৃষি আইনের সমর্থনে আজ মেমারি বিধানসভায় জননেতা ভীষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে মহামিছিলের আয়োজন করল বিজেপি | ভিড়ের বহরে একে অন্যকে টেক্কা দেওয়ার ‘লড়াইয়ে’ স্বাস্থ্য-বিধি মুছে গেল বলে অভিযোগ উঠল।

বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্যের জানান, তৃণমূলের লাগামহীন অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান এবং একুশের ভোটে তৃণমূলের পরাজয় যে নিশ্চিত তা প্রমাণ করে আজকের এই জনজোয়ার |

মেমারি কলেজের সামনে থেকে কয়েক হাজার বিজেপি কর্মী এদিন পদযাত্রার মাধ্যমে মেমারি পৌরসভার সামনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ করে | এই পদযাত্রার ফলে প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড, থমকে যান চলাচল | মঞ্চের সামনে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ায় উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করেন।


এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের দুই এমপি কোনার হেমরম এবং জগন্নাথ সরকার | এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বেশকিছু উচ্চ স্থানীয় নেতাকর্মীরা |


পদযাত্রা শেষে ভীষ্মদেব ভট্টাচার্য প্রথমেই কর্মী-সমর্থকদের সঙ্গে মেমারি বিধানসভার ৫ মন্ডল সভাপতিকে সংবর্ধনা দিয়ে পরিচয় করিয়ে দেন |


এদিনে প্রত্যেক নেতা তার বক্তব্যে তৃণমূলকে নিশানা করে তাদের বক্তব্য তুলে ধরেন |
রাজু বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য তৃণমূলকে নিশানা করে আক্রমণ সানাতে থাকেন এবং পুলিশ প্রশাসনকেও আক্রমণ করতে ছাড়েননি |

 

Related posts

মহরমের দিন ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ

E Zero Point

হুগলীর শেওড়াফুলির জিটি রোডে ধর্নায় বসলেন রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান

E Zero Point

প্রাক্তন বিধায়কা হাত ধরে অ্যাম্বুলেন্স উদ্বোধন

E Zero Point

মতামত দিন