28/04/2024 : 4:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় নিহত এক, আহত এক জন

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৩ মে ২০২১:


বহরমপুর কুঞ্জ ভাটার কাছে বাইক এবং পিকাআপের সঙ্গে ধাক্কা লেগে মৃত একজন এবং আহত হয়েছে একজন।

পরিবার সুত্রে জানা গেছে শনিবার বিকেল তিনটে নাগাদ কান্দি থানার অন্তর্গত জীবন্তির ধলা গ্রামের বাসিন্দা ডালিম সেখ এবং সানুয়ার সেখ বাইকে করে লালবাগ যাচ্ছিল, লালবাগ যাওয়ার পথে চৌধুরী পেট্রোল পাম্পে আগে কুঞ্জ ভাটার কাছে এক‌টি পিক আপ ভ্যান এসে বাইকে ধাক্কা মারে, ঘটনাস্থলে বাইকে থাকা দুজনই গুরুতরভাবে আহত হয় এবং সঙ্গে সঙ্গে দুজন কে বহরমপুর মেডিক্যাল হসপিটালে ভর্তি করা হলে ৬.৫০ মিনিটে বাইক চালক ডালিম সেখ (৩৭) মৃত্যু হয়েছে বলে মেডিক্যাল হসপিটাল সুত্রে জানা যায়, আহত সানুয়ারের চিকিৎসা চলছে।
পিক আপ ভ্যান চালককের বাড়ি বর্ধমান, কান্দি দিকে যাওয়ার পথে, খবর পেয়ে কান্দি থানার পুলিশ চালক কে আটক করেছে।

 

Related posts

এস.আই সঞ্জয় সিং-এর পর আরও দুই কনস্টেবল করোনা আক্রান্ত মেমারি থানায়

E Zero Point

রোগ থেকে মুক্তি পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

E Zero Point

কলকাতার কাস্টমস্ বিভাগের আধিকারিকরা ৩৫ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ২৫টি প্রাচীন মূর্তি বাজেয়াপ্ত করেছে

E Zero Point

মতামত দিন