29/03/2024 : 12:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নবান্নের পঞ্চায়েত আধিকারিকের পরিচয় দিয়ে প্রধানকে প্রতারণার চেষ্টা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, জামালপুর, ২৩ মে ২০২১:


পূর্ব বর্ধমানের ভাতারে (তৃণমূল পরিচালিত) বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ আলি সেখ- কে নবান্ন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকের পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রতারণার চেষ্টা করে বলে অভিযোগ।

পঞ্চায়েত প্রধান আমজাদ আলী শেখ জানান, তিনি ব্যক্তিগত কাজে বর্ধমানে গিয়েছিলেন। সেই সময় তার মোবাইলে একটি ফোন আসে এবং বলা হয় ভাতার থানা থেকে বলছি। আপনার ফোনে এখনই নবান্ন থেকে ফোন আসবে আপনি ফোনটা ধরবেন। এরপরে অন্য একটি নাম্বার থেকে ফোন আসে এবং আমাকে পঞ্চায়েতের সমস্ত বিভাগের কাজের গতি প্রকৃতি সম্পর্কে জানতে চায়। এরপরই ওই ব্যক্তি নবান্ন আধিকারিকের পরিচয় দিয়ে ফের আমাকে ফোন করে এবং বলে জরুরী ভিত্তিক পঞ্চায়েতের কাজে তিনজনের নিয়োগ হবে। তিনজনের পরিচয় পত্র ইমেইল করতে বলা হয় ,তার সঙ্গে মোটা অংকের টাকা পাঠানোর কথা বলে। এরপরই সন্দেহ হয় আমার। প্রথমে আমি ভাতার থানার ওসি প্রণব কুমার ব্যানার্জি- কে বিষয়টি জানাই ।


পুলিশ জানতে পারে যে ব্যক্তি প্রধান কে ফোন করেছিল সেই ব্যক্তির ফোন নাম্বার আদৌ কোনো আধিকারিকের নয়। এ বিষয়ে আমি ভাতার থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related posts

চন্দননগরে গলায় রুটি ঝুলিয়ে অভিনব প্রতিবাদ দেখালো বিএসএনএল কর্মীরা

E Zero Point

দেহত্যাগ করলেন বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা

E Zero Point

সাহিত্যে জন্য সাম্মানিক ডক্টরেট পেল সুতির তরুণ কবি

E Zero Point

মতামত দিন