07/05/2025 : 1:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সিটু পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ বর্ধমান শহরের কালনা গেট এলাকায় বাণীপীঠ হাই স্কুল বাম সংগঠনের সিটু পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, প্রায় ১৫০ জন দিনমজদুরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই শিবিরে ডায়াবেটিস থেকে শুরু করে শরীরে অন্যান্য শারীরিক সমস্যার পরীক্ষা বিনামূল্যে করা হয় বাম সংগঠন সি আই টি ইউ পক্ষ থেকে। তার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এই স্বাস্থ্য শিবিরে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, সিটু নেতা নজরুল ইসলাম ও বামপন্থী কর্মীরা।

Related posts

কান্দিতে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি

E Zero Point

পুর নির্বাচন ও গুসকরায় তৃণমূলের সম্ভাবনা

E Zero Point

বাবরি মসজিদ পুনঃনির্মান ও ধ্বংসকারারীদের শাস্তির দাবিতে মিছিল

E Zero Point

মতামত দিন