02/05/2024 : 10:52 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ অফিসারদের সংবর্ধনা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৩ মে ২০২১:


করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ভালো কাজ করার নিরিখে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ অফিসারদের সংবর্ধনা দিল মালদা থানা।
এর পাশাপাশি মালদা থানার উদ্যোগে পরিচালিত চেতনা স্কুলের দুঃস্থ শিশুদের হাতে প্রটিন পাউডার,স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেয় একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।
রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুরাতন মালদার কালাচাঁদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিভিক ভলেন্টিয়ারদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, অতিরিক্ত পুলিশ সুপার ডা: হাসান মেহেদী রহমান, ডিএসপি আজারুদ্দিন খান, মালদা থানার আইসি হীরক বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
জানা গিয়েছে, মালদা থানার অন্তর্গত ৩০০ জন সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছে। এদের মধ্যে করোনা পরিস্থিতিতে ভালো কাজ করার জন্য এদিন ৩৫ জন সিভিক ভলেন্টিয়ারকে মেমেন্টো, স্যানিটাইজার এবং মাস্ক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। মঞ্চে উপস্থিত অতিথিরা করোনা পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ারদের মনোবল বাড়াতে এই উদ্যোগ বলে জানান মালদা থানার আইসি হীরক বিশ্বাস।
এই উদ্যোগকে সাধুবাদ জানান রাজ্যসভার সাংসদ মৌসুম নূর এবং পুলিশ সুপার অলক রাজোরিয়া।

Related posts

কচিকাঁচারাও পালন করলেন বিশ্ব পরিবেশ দিবস

E Zero Point

বিভিন্ন কেসের ধারায় মেমারি থানা ৪ আসামীকে বর্ধমান আদালতে পাঠালো

E Zero Point

সুন্দরী ‘লবনধার’ – এক অন্য গ্রামের গল্প

E Zero Point

মতামত দিন