29/03/2024 : 8:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

দেশের মানুষের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে বিজেপি সরকারঃ মন্ত্রী স্বপন দেবনাথ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী কিছু পদক্ষেপের বিষয় তুলে ধরলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিন এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন স্বপন দেবনাথ ছাড়াও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, দলের কো-অর্ডিনেটর দেবু টুডু, জেলা পরিষদের মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, উত্তম সেনগুপ্ত, নারায়ণ হাজরা চৌধুরী, মিঠু মাঝি, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস প্রমুখরা।

মন্ত্রী স্বপন দেবনাথ  বলেন, মোদি সরকারের আমলে দুবার আবগারী শুল্ক বৃদ্ধি করা হয়েছে। একদিকে যখন অপরিশোধিত তেলের দাম কমেছে সেই সময় পেট্রোল ও ডিজেলের দাম হু হু করে বাড়ছে। ডিজেলের দাম পেট্রোলের দামকেও ছাড়িয়ে গেছে। এভাবে দেশের মানুষের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে। একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিজেপি সরকারের দুমুখো নীতি নিয়েও এদিন রীতিমত সোচ্চার হন স্বপনবাবুরা।

Related posts

তৃণমূলের বিরুদ্ধে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ কালনায়

E Zero Point

মেমারির তৃণমূল নেতৃত্বের নেতাজী জয়ন্তী

E Zero Point

ভারত-বাংলাদেশ সীমান্তে দুঃস্থ মানুষদের বস্ত্রদান

E Zero Point

মতামত দিন