06/05/2024 : 1:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

উচ্চমাধ্যমিকের নম্বর বাড়ানোর দাবীতে শিক্ষকদের তালা, ভাঙ্গচুর

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৬ জুলাই ২০২১:


নম্বর বাড়ানোর দাবীতে তালা মেরে শিক্ষকদের আটকে চেয়ার টেবিল ভাঙ্গচুর করল উচ্চমাধ্যমিকের ছাত্র ছাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রাইপুর হাইস্কুলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল প্রাঙ্গনে।

জানাযায়, সোমবার উচ্চমাধ্যমিকের মার্কশিট বিতরন করার দিন ছিল স্কুল কতৃপক্ষের। সেই মতো কিছু শিক্ষক স্কুলে এলেই একসাথে জড়ো হয় উচ্চমাধ্যমিকের ছাত্র ছাত্রীরা। নম্বর কম দেখেই নং কমের প্রতিবাদ জানাই। রাইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোহনলাল সেখ স্কুল অনুপস্থিত থাকায় ক্ষোভে ফেটে পড়ে। প্রথমে স্কুল গেটে তালা মেরে পরে অফিস ঘরে তালা মেরে শুরু করে বিক্ষোভ। পরে দ্বিতল থেকে বেঞ্চ ফেলে ভাঙ্গচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। প্রধান শিক্ষক কলকাতায় চিকিৎসার কাজে থাকায় তার সাথে ফোনে কথা বলে পুলিশ বিক্ষোভরত ছাত্র ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আগামি ২৯ তারিখ মার্কশিট ঠিক করা হবে বলে জানালে বিক্ষোভ বন্ধ করে।

Related posts

চোলাই মদ বিক্রেতা গ্রেপ্তার মঙ্গলকোটে

E Zero Point

দিন মজুরের কাজ করে কাটোয়ার মিনা টুডুর ৮৪% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন