25/04/2024 : 5:00 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

পাঁচশো টাকার বিনিময়ে উচ্চমাধ্যমিক পাস!!! অভিযুক্ত প্রধান শিক্ষক

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৬ জুলাই ২০২১:


এ কোন শিক্ষা ব্যবস্থা, যেখানে ৫০০ টাকার বিনিময়ে পাস হয়ে যাচ্চে একের পড় এক উচ্চ মাধ্যমিক পড়ুয়া l ঘটনাটি ঘটেছে, মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত রানীরহাট অঞ্চলের, স্থানীয় আলোক ঝাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে l আর এই ঘটনার কথা চাউর হতেই চাঞ্চললো ছড়িয়ে পরে গোটা এলাকায় l


সূত্রের খবর, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষ এবারের উচ্চমাধ্যমিক
পরীক্ষায় অনুতীর্ণ পরীক্ষার্থীদের কাছ থেকে পাস করে দেওয়ার জন্য, ৫০০ টাকা করে নিচ্ছেন l

সূত্রমারফত জানাযায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর আগেও মিডডে মিলের খাদ্যসামগ্রী চুরির সঙ্গে যুক্ত ছিলেন l এই বিষয়ে সাংবাদিক দের ক্যামেরার সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ওই শিক্ষক এদিনের টাকা নেওয়ার বিষয়টি অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক l পরে অবশ্য চাপের মুখে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন শিক্ষক l

Related posts

নাদনঘাটে সিটু রক্তদান শিবির মাঝখানে বন্ধঃ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

E Zero Point

ধানের চারা পুঁতে, সড়কে জাল ফেলে যুব বিক্ষোভ

E Zero Point

গ্রাহক সেবা কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন