29/03/2024 : 5:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে আমাদে মুস্তাফা কনফারেন্স ও রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ১ ডিসেম্বর, ২০২০:


আজ পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরে নবাবহাট ১০৮ মন্দির সন্নিকটে ধর্মীয় জ্ঞাণীগুণি মানুষদের নিয়ে আধ্মাত্মিক শিবির আমাদে মুস্তাফা কনফারেন্স অনুষ্ঠিত হলো। এছাড়াও প্রতি বছরের মতো স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। উক্ত রক্তদান শিবিরে নারী-পুরুষ নির্বিশেষে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন।

প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার কালুত্তাক গ্রামের মরহুম হুজুর খাজা মহবুব আলম আল চিশতী নিজামি দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের বিভিন্ন শাখা জেলা তথা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। উক্ত সংস্থা খুরশীদ আলম চিশতীর তত্ত্বাবধানে  সারা বছর ধরে ইসলামের আধ্যাত্মিক চিন্তায় বিভিন্ন সেমিনার, রক্তদান শিবির ও সেবামূলক কাজ করে থাকে।

Related posts

সংবাদ মাধ্যমের খবরে বেহাল এস টি কে কে সড়ক পরিদর্শনে এলেন স্বয়ং কালনা মহকুমা শাসক

E Zero Point

অবিলম্বে স্কুল খোলার দাবীতে মেমারিতে মিছিল

E Zero Point

যুবনেতা নিত্যানন্দ ব্যানার্জীর উদ্যোগে তৃণমূল যুব কংগ্রেসের রাখি বন্ধন উৎসব

E Zero Point

মতামত দিন