25/04/2024 : 10:49 AM
আমার বাংলাপূর্ব বর্ধমান

বর্ধমানে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ ও পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে উল্লাশ মোড় সংলগ্ন জাতীয় সড়কে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির ও পদযাত্রা করা হল, ট্রাকচালক, বাইক চালকদের সচেতন করার পাশাপাশি প্রত্যেককে মাস্ক ও স্যানেটাইজার প্রদান করা হয়, জাতিয় সড়কে টোটো ও মোটরভ্যান চলাচলা না করার ব্যাপারে প্রচার ও পদক্ষেপ গ্রহণ করা হয় এদিন।

আজ উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (২) সঞ্জয় চ্যাটার্জি , পল্লিমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার জানান ‘প্রতিটি গাড়িতে ট্রাফিক সচেতনতা বিষয়ক ও কোভিড সচেতনতা মূলক প্রচার লিফলেট ও স্টিকার বিলিও করা হয় এদিন”।

Related posts

বিধায়কের নির্দেশে বিপন্ন মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ

E Zero Point

জামালপুরে সপ্তাহব্যাপী মহিলা রক্তদান শিবিরে ৩৬০ জনের রক্তদান

E Zero Point

মালোকাই জয়ের স্বপ্নে কালনার সায়নী আবার জলে

E Zero Point

মতামত দিন