02/05/2024 : 7:50 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কেসিসি লোনের মাধ্যমে প্রাণী পালকদের প্রাণী পালনে সহযোগিতার উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ২৪ অগাষ্ট ২০২০:


কাটোয়া ২নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের পলসোনা গ্ৰামে প্রাণী পালনে কে.সি.সি লোনের জন্য গবাদি পশুদের ইনসিওরেন্সের ট্যাগিং করা হল। আজকে কয়েকজন প্রাণী পালকের গবাদি পশুর কানে ইনসিওরেন্সের ট্যাগিং করা হয়। এর মাধ্যমে প্রাণী পালকেরা ব্যাংক লোনের মাধ্যমে প্রাণী পালনের দৈনন্দিন খরচ নির্বাহ করতে পারবেন।

শাখা প্রবন্ধক, ব্যাংক অফ বরোদা, পাঁচঘড়া এ ব্যাপারে প্রাণী পালকদের সুনির্দিষ্ট সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লকের বি.এল.ডি.ও ডাঃ জয়কিংকর মান্না, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা,সালার হাইস্কুলের প্রধান শিক্ষক বীরবল মন্ডল, ব্লকের প্রাণী চিকিৎসা আধিকারিক ডাঃ প্রশান্ত পাল। সরকারের এইরকম উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন প্রাণী পালকেরা।

Related posts

বৃষ্টি কমতেই বীজআলুর দাম দ্বিগুন মেমারিতে, চাষীদের অভিযোগ কালোবাজারী করা হচ্ছে

E Zero Point

ক্লাসই হলো না, ৫ মাসেই নবনির্মিত ক্লাসঘরে ফাটল পূর্ব বর্ধমানে

E Zero Point

৬০০০ নিষিদ্ধ কাফ সিরাপ আটক

E Zero Point

মতামত দিন