06/05/2024 : 7:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

মাদ্রাসায় জাতীয় সংগীত, প্রায় খুন হতে বসেছিলেন শিক্ষক মাসুম আখতার- আজ পদ্মশ্রী

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, ৮ নভেম্বর ২০২১:


রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২০ সালের জন্য ৪টি পদ্মবিভূষণ, ৮টি পদ্মভূষণ ও ৬১টি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছেন।  শিক্ষা ও সাহিত্যে এবার পদ্মশ্রী পুরস্কার পেলেন যাদবপুর কাটজুনগর স্বর্ণময়ী স্কুলের প্রধান শিক্ষক কাজী মাসুম আখতার।

জানা যায় প্রধান শিক্ষক কাজী মাসুম আখতার মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়াতে গিয়ে মৌলবাদীদের হাতে প্রায় খুন হয়ে যাচ্ছিলেন। ২০১৫র  ২৬শে মার্চ। তখন মেটিয়াবুরুজের এক সরকার পোষিত মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন তিনি। মাদ্রাসার প্রার্থনাসভায় ছাত্র ছাত্রীদের জাতীয় সংগীত জনগণমন গাইয়ে আক্রান্ত হয়েছিলেন। এলাকার বাল্যবিবাহ বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়াতেও তাঁকে টার্গেট করেছিল মৌলবাদীরা। লোহার রড দিয়ে মেরে  মাথা ফাটিয়ে দেওয়া হয়। ধর্মান্ধতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেও কলম ধরেছেন তিনি। তিন তালাকের বিরুদ্ধে এক লক্ষ মানুষের স্বাক্ষর নিয়ে ছুটেছিলেন সুপ্রিম কোর্টে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দফতরে।

আরও পড়ুন – পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ১ টাকার ডাক্তার নামে পরিচিত চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়কে


Related posts

বিশ্ব ঋতুস্রাব দিবসঃ দুয়ারে সরকার শিবিরে সচেতনতা প্রচার মেমারিতে

E Zero Point

শৌচালয় থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ

E Zero Point

আদিবাসী মহিলার গণধর্ষণঃ দোষীদের শাস্তির আশ্বাস দেন দেবু টুডু

E Zero Point

মতামত দিন