29/03/2024 : 6:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

লায়ন্স কোভিড ক্যান্টিন পান্ডুয়াতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া, ২ জুন ২০২১:


করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। এই কঠিন পরিস্থিতিতে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের করনা আক্রান্ত রোগীদের বাড়িতে মধ্যাহ্ন কালীন আহার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল লায়ন্স ক্লাব অব পান্ডুয়া। তাদের উদ্যোগে পান্ডুয়ায় চালু হয়েছে “লায়ন্স কোভিড ক্যান্টিন “।

মঙ্গলবার এই ক্যান্টিনের মেনু ছিল ভাত,ডাল,উচ্ছে ভাজা,আলু ঝিঙের তরকারি ও মাছের ঝোল। প্রায় ২০ টি করোনা আক্রান্ত পরিবারের কাছে প্রতিদিনই এরা বিনামূল্যে পৌঁছে দিচ্ছে খাবার। সকাল ৯ টা পর্যন্ত ফোনের মাধ্যমে এদের কাছে নাম নথিভুক্ত করা যাচ্ছে।

সংস্থার সভাপতি লায়ন মুন্সী হাসান আমাদের জানান ” এই কঠিন পরিস্থিতিতে মানুষের সেবা করার উদ্যশ্য নিয়েই তারা এই ক্যান্টিন এর শুরু করেছেন। যতদিন সমাজের প্রয়োজন থাকবে ততদিন তারা এটা চালু রাখার চেষ্টা করবেন। ”

Related posts

বকচরায় বামপন্থী ছাত্র যুবদের রক্তদান শিবির

E Zero Point

স্বামীজিকে আদর্শ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবেঃ বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য

E Zero Point

ভার্চুয়াল টিচার্স কনফারেন্স মঙ্গলকোট ১ নং শিক্ষা চক্রে

E Zero Point

মতামত দিন