26/04/2024 : 7:53 PM
আমার বাংলাকোচবিহারদক্ষিণ বঙ্গ

পানীয় জল সহ একাধিক দাবিতে সরব রানীরহাটের বাসিন্দারা

জিরো পয়েন্ট নিউজ ডেক্স, মৃন্ময় রায় কোচবিহার, ১৩ জানুয়ারি, ২০২১:


কোথাও পানীয় জলের ট্যাংকি নির্মাণের পিছনে কোনো না কোন উদ্দেশ্য লুকিয়ে থাকে l আর সে কারণেই,

মেখেলিগঞ্জ মহকুমার অন্তর্গত রানীরহাটে, 2011 সাল নাগাদ l বিশুদ্ধ পানীয় জলের সরোবরাহর কথা মাথায় রেখে, জনস্বাস্থ ও কারিগরি দপ্তরের পক্ষথেকে রানীরহাটের অঞ্চলের 183 শৌলমারি এলাকায় 2011নাগাদ তৈরী করা হয় 55 হাজার গ্যালন যদি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জলের ট্যাংক l উদ্দেশ্য ছিল শৌলমারি সহ আরো বিভিন্ন মৌজ্জার মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়া l বাসিন্দা দেড় অভিযোগ গত দেড় বৎসর ধরে পানীয় জলের পরিষেবা পাচ্ছেন না তারা এবার পানীয় জল পরিষেবার পাশাপাশি আরো একাধিক দাবিতে সরব সরব হলেন এলাকার বাসিন্দারা l এলাকা বাসীদের জানান দীর্ঘদিন ধরে, পানীয় জলের পরিষেবা বন্ধ l বিধানসভা ভোটের আগেই বিশুদ্ধ পানীয় জলের দাবির পাশাপাশি, জল অপচয় বন্ধ করা থেকে শুরু করে আরো একাধিক দাবিতে সরব হলেন বাসিন্দারা l ট্যাপকল গুলির মাথায় ককপিট সহ পানীয় জলের মান সঠিক রাখার দাবিও জানালেন তারা l রানীরহাট নিবাসী প্রহ্লাদ হাজরা জানায় বহু দিন থেকেই, তাঁদের বাড়ির সামনে থাকা ট্যাপকল দিয়ে অন্তত 15-16 মাস ধরে জল পড়ছে না l আর এই ট্যাপকল দিয়ে জল পড়লেও, তার মান যথেষ্ট খারাপ একেবারে,পানের অযোগ্য l শিগ্রই এ সমস্যার সমাধান চাইলেন তিনি, এ ব্যাপারে কেতুর বাড়ি এলাকার আর এক বাসিন্দা, শহিদুল ইসলাম তিনিও একই কথা জানান l তবে এ ব্যাপারে, এক পাম্প অপারেটর কে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদ মাধ্যম কে মৌখিক ভাবে জানান, পাইপ লাইনে জটিল সমস্যা থাকার কারণে, পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হয়েছে, তবে সেই সমস্যা সমাধানের কাজ চলছে l খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করে, পানীয় জলের পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানান তিনি l এ ব্যাপারে রানীরহাট অঞ্চলের প্রধান ফুলেশ্বর রায় এর সাথে ফোনে জিজ্ঞেস করা হলে তিনিও একই কথা জানান l

Related posts

একদিকে বেহাল দশা রেল গেটের রাস্তার অন্যদিকে লক ডাউনে এটিএম বন্ধঃ পাল্লারোডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ

E Zero Point

ভোটের সময় কাজী আর ভোট ফুরিয়ে গেলে পাজিঃ সমীর চক্রবর্তী

E Zero Point

কিছুটা কমলো দৈনিক সংক্রমন বর্ধমানে, আজ ৩৪২

E Zero Point

মতামত দিন