জিরো পয়েন্ট নিউজ–সুমিত ঘোষ, মালদা,১ জানুয়ারি ২০২৩:
স্বয়ং সম্পূর্ণা একটি স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল উত্তরণ মেলা। রবিবার সকালে মালদা শহরের দুর্গাবাড়ি মোড় এলাকায় আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।
এই মেলার মধ্যে দিয়ে বস্ত্র বিতরণের পাশাপাশি সমাজে নারীদের অবস্থান টিকে থাকার জন্য যে লড়াই মূলত সে গুলি তুলে ধরার জন্য ওই স্বেচ্ছাসেবী সংস্থার বাৎসরিক পত্রিকার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।