25/04/2024 : 12:43 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ছোট ভাইকে খুনের দায়ে দাদাদের যাবজ্জীবন

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২৮ অগাস্ট ২০২০:


জমি সংক্রান্ত শরিকি বিবাদের জেরে নিজের ছোট ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে দুই দাদার যাবজ্জীবন কারাদণ্ড হয়।   শুক্রবার কালনা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক তপন কুমার মন্ডল এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন অশোক সদ্দার ও তাপস সদ্দার,  বাড়ি কালনা থানার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেনই গ্রামে।   এদের ছোট ভাই বিকাশ সর্দারের  খুনের ঘটনাটি ঘটে  ২০১৮ সালের  ১৮ই  অক্টোবর রাত্রি একটা নাগাদ নিজেদের বাড়িতেই। মৃত বিকাশ সর্দারের স্ত্রী সোনালী সরদার পরের দিন ঘটনার বিবরণ দিয়ে কালনা থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। তাতে তিনি লেখেন— রাত্রি একটা নাগাদ বারান্দায় শুয়ে থাকা অবস্থায় বিকাশকে পূর্ব শরিকি বিবাদের জেরে তার দুই ভাসুর খুন করতে আসে। প্রথমে বিকাশকে বড় ভাসুর অশোক সরদার জাপ্টে ধরেন,  আর তাপস সদ্দার বাঁশ দিয়ে বিকাশের মাথায় মারতে থাকে। মার খেয়ে বিকাশ রক্তাক্ত অবস্থায় নেতিয়ে পড়লে তার মুখে টালি ভাঙ্গা দিয়ে আঘাত করা হয়।  এতেই মৃত্যু নিশ্চিত হলে তাকে টেনে উঠানের মাঝে ফেলে পাটকাঠি দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।  আমার কান্নাকাটিতে কয়েকজন প্রতিবেশী ছুটে এসে আমার স্বামীকে উদ্ধার করে কালনা মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার সংশ্লিষ্ট ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মামলায়  পুলিশ ও ডাক্তার সহ ১৮  জনের সাক্ষ্যদানের পর বিচারক  ভারতীয় দন্ডবিধির  ৩০২ ও  ২০১  ধাড়ায় তাদের দোষী সাব্যস্ত করেন।  ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে  ছয় মাসের কারাদণ্ড। ২০১ ধারায়  সাত বছরের সশ্রম কারাদণ্ড ও নগদ তিন হাজার টাকা জরিমানা। অনাদায়ে  আরো তিন মাসের কারাদণ্ড।  দুটো সাজা একসঙ্গে চলবে। সরকারি আইনজীবী মলয় পাঁজা বলেন —  আসামিরা যে কাণ্ড ঘটিয়েছে তা পশুরাও করতে লজ্জা পাবে। তাই ওদের কঠিন থেকে কঠিনতর  সাজাই প্রাপ্য।

Related posts

শারদোৎসবের প্রাক্কালে রক্তদানের আনন্দে মাতোয়ারা হলেন বলাগড়ের মানুষ

E Zero Point

বড়শুল কিশোর সংঘ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের উজ্জ্বল নক্ষত্রঃ বিধায়ক

E Zero Point

গলসীতে জাতীয় কংগ্রেসের ডেপুটেশনঃ বস্তাবন্দি আবেদন পত্র অবহেলায় পড়ে আছে

E Zero Point

মতামত দিন