19/05/2024 : 5:35 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মুরগি লড়াই খেলা দেখতে বেড়িয়ে, আর ফেরা হলো না বাড়ি : অস্বাভাবিক মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২ জানুয়ারি ২০২২:


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের নদিপুর ব্রিজের পাশে একটি মাঠে এক ব্যক্তির অস্বাভাবিক দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার পরপরই খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে।  মেমারি থানার পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে উপস্থিত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।


মেমারি থানা সূত্রে জানা যায় মৃত ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দিলালপুরের বাসিন্দা। মৃত ব্যক্তির নাম হারাধন রায়। বাবা পঞ্চু রায়। পরিবার সূত্র জানা যায় শনিবার ফাস্ট জানুয়ারির দিন মুরগি লড়াই খেলা দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল। পেশায় গাড়ির চালক -তাই স্বাভাবিকভাবেই বাড়ির লোক দীর্ঘ রাত হওয়ার পরেও ভেবেছিলো গাড়ির কোন কাজে বাইরে গেছে। কিন্তু রবিবার সকালে তার দেহটি- যেখানে মুরগি লড়াই খেলা হচ্ছিল তার পাশেই অস্বাভাবিক ভাবে পড়ে থাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related posts

কান্দি পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

E Zero Point

কালনায় আবার বিনামূল্যে সবজিবাজার

E Zero Point

কালনায় তৃণমূল কর্মীর উপর হামলা, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন