21/03/2023 : 12:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ফাঁকা বাড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ, মেমারিতে তীব্র চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২ জানুয়ারি ২০২২:


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের শংকরপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ কে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়, ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। জানা যায় ব্যক্তির নাম সুনীল মুর্মু, বাবা বৈদ্যনাথ মুর্মু, বয়স ৩৭ বছর। মেমারি থানার অন্তর্গত শংকরপুর নদীর পারে তার বাড়ি।


পরিবার সূত্র জানা যায় যে, বাড়ির বাকি সদস্যরা কাজে বেরিয়ে গেলে -বাড়িতে খেতে এসে দেখে সুনিল মুর্মুর ঝুলন্ত দেহ। শনিবার পিকনিক করতে গিয়েছিল সুনিল মূর্মু রাত্রে বাড়ি ফিরেছিল স্বাভাবিকভাবেই, সকালেও স্বাভাবিকভাবেই সবার সঙ্গে ব্যবহার ছিল। পরিবার থেকে  মেমারি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত  চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠায়।

Related posts

মেমারি দুর্গাপুর অঞ্চলের প্রায় ২৫০জন সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

E Zero Point

করোনাকালে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বন্ধঃ মেমারি বিধায়িকার কাছে স্মারকলিপি

E Zero Point

বর্ধমানে ফের টাকার লোভে যাত্রী তুললো সরকারি অ্যাম্বুলেন্স চালক

E Zero Point

মতামত দিন